• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় কর্মহীন ২৩০ পরিবারের পাশে  এসএসসি ২০০২ ব্যাচ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় কর্মহীন ২৩০ পরিবারের পাশে  এসএসসি ২০০২ ব্যাচ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২০

কলমাকান্দা সদর ইউনিয়নের  এসএসসি ২০০২ ব্যাচ করোনা করোনাভাইরাস সংক্রমণের বিস্তাররোধে সাধারণ ছুটির কারণে অসহায় কর্মহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে।

অসহায় কর্মহীন ২৩০ পরিবারের  বাড়ি বাড়ি গিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরন করে এসএসসি ২০০২ ব্যাচ বন্ধু মহল ।

গত বুধবার  রাতে শুরু করে আজ বৃহস্পতিবার উপজেলার  সদর ইউনিয়নের চাঁনপুর, এতিমখানা, চিনাহালায়, আনন্দ পুর, চকপাড়া, ড্রেনপার, বাহাদুরকান্দা, মন্তলা, কলেজ রোড, বড়খাপন ও বরুয়াকোনা সহ আশে পাশের গ্রামগুলিতে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

কর্মহীন ২৩০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি  লবণ, তেল ও ১টি সাবান বিতরণ করা হয়।

কলমাকান্দার এস, এস, সি, ২০০২ ব্যাচ বন্ধু মহলের ফরিদ রানা  জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি নিষেধের কারণে  বেকার হয়ে যাওয়ায় সবকিছু বন্ধ থাকায়  মানুষেরা কর্মহীন হয়ে পরেছে। প্রতিদিন কাজ করে সংসার চালাত। কাজ বন্ধ হয়ে অভাবে দিন কাটাচ্ছে। আমাদের  বন্ধু মহলের  সাধ্য অনুযায়ী কর্মহীন পরিবারের  পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads