• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

সংগৃহীত ছবি

সারা দেশ

লক্ষ্মীপুরে প্রথম করোনা রোগী শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুরে এটিই প্রথম করোনাভাইরাস সংক্রমণের ঘটনা। গতকাল শনিবার রাত ১১টার দিকে ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব গুণময় পোদ্দার।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি ঢাকার একটি পোশাক শিল্প কারখানার কর্মী (৩২)। তিনি সাত-আট দিন আগে ঢাকা থেকে রামগঞ্জে গ্রামের বাড়ি আসেন। আক্রান্ত ব্যক্তির সর্দি, জ্বর ও কাশি ছিল না। শুধু অল্প শরীর ব্যথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। গুণময় পোদ্দার জানান, আক্রান্ত ব্যক্তি শরীর ব্যথা নিয়ে নিজেই চার দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

সেখানে তাঁর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে তাঁর পরীক্ষার ফল 'পজিটিভ' আসে।

এরপর গতকাল দিবাগত রাত ১২টার দিকে পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে বাড়ি থেকে ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে পাঠানো হয়। লক্ষ্মীপুর সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, লক্ষ্মীপুরে এই প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে জরুরি সভা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এদিকে লক্ষ্মীপুরে কোভিড–১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। গত ৮ মার্চ এ ইউনিট খোলা হয়। এ ইউনিটে সদর হাসপাতালে ৪০, রামগঞ্জে ২০, রায়পুরে ২০ ও কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা প্রস্তুত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads