• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বীরগঞ্জে করোনা ঠেকাতে জীবাণুনাশক স্প্রে

সংগৃহীত ছবি

সারা দেশ

বীরগঞ্জে করোনা ঠেকাতে জীবাণুনাশক স্প্রে

  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দিনাজপুরের বীরগঞ্জ ৬নং নিজপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১৬০০ লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক ছিটানো হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ৫নং ওয়ার্ডে সকল গ্রামে এসব জীবাণুনাশক ছিটানো হয়।

জীবাণুনাশক ছিটানোর উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক কৃষ্ণ রায়।

এসময় হাবিপ্রবির সহকারি অধ্যাপক বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে সারাবিশ্বে দেখা দিয়েছে, তা মোকাবিলায় সরকার তথা প্রশাসন, আমরা জনপ্রতিনিধিরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এই কার্যক্রম যদি প্রতিটি গ্রামে গ্রামে যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই ছেটানো হয় তাহলে গ্রাম সমাজকে প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফটিক চাঁদ, সদস্য হরিমোহন রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল জলিল, আবুবকর সিদ্দিক, সবিজ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহেশ রায়, দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী ডালিম রায়, প্রদীপ রায় সহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads