• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনা উপেক্ষা করে কাজ করে যাচ্ছে হিলি পল্লী বিদ্যুৎ কর্মীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা উপেক্ষা করে কাজ করে যাচ্ছে হিলি পল্লী বিদ্যুৎ কর্মীরা

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস যখন একর পর এক মৃত্যুর ছোঁবল মারছে সে সময়েও বিদ্যুতের খুটিতে উঠে কাজ করে যাচ্ছে যাচ্ছে হিলি পল্লী বিদ্যুৎ কর্মীরা। এ সংকটময় মূহুর্তে উপজেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন বিদ্যুতের লাইনম্যানসহ ১১ কর্মী।

লাইম্যান মানিক বলেন, এ সংকটময় মুহুর্তে মানুষের বাড়ীতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা আমাদের দায়িত্ব। মাথার ওপর করোনা ভাইরাসের ঝুঁকি থাকলেও আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি মানুষের সেবায়।

হিলি সাব জোনাল অফিসের এজি এম মো. সাইদুর রহমান বলেন, চাকরির দায়িত্বের চেয়েও বেশি দায়িত্ব এ সংকটময় মুহুর্তে মানুষের বাড়ীতে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত রাখা।

তিনি বলেন, আমি হিলিতে থাকি, পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকে। সবসময় বৃদ্ধ মা-বাবাকে মনে পড়ে। তবুও কাজ করে যাচ্ছি সবার ঘরে আলো নিশ্চিত করতে।  

তিনি আরো বলেন, আমাদের সবার লক্ষ্য সেচ ও বাসা-বাড়িতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা।  হিলি পল্লী বিদ্যুৎ জরুরি বিভাগ জোনাল অফিস সারা দিন খোলা থাকছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads