• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দুঃস্থ মানুষের ত্রাণ সহায়তা দিল কলমাকান্দার ব্যবসায়ীরা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দুঃস্থ মানুষের ত্রাণ সহায়তা দিল কলমাকান্দার ব্যবসায়ীরা 

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় সদর ইউনিয়নের ৭৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি ।

বৃহস্পতিবার দিনব্যাপী কলমাকান্দার সদর  ইউনিয়নের বাজারসহ কযেকটি গ্রামে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি । এাণের মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি লবণ, হাফ কেজি ডাল, পেয়াজ হাফ কেজি  এবং একটি সাবান। 

স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতি'র সাধারণ সম্পাদক সুজন সাহা জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধি নিষেধের কারণে সাধারণ মানুষ যখন ঘরে থাকতে বাধ্য হচ্ছে। ঠিক সেই সময় কর্মহীন হত-দরিদ্র মানুষের দুর্ভোগ দুদর্শা লাঘবে সাধ্য অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারাও যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads