• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নিজেদের রেশন সাড়ে ৪'শ পরিবারের মধ্যে বিতরণ করল পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নিজেদের রেশন সাড়ে ৪'শ পরিবারের মধ্যে বিতরণ করল পুলিশ

  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: 

নিজেদের এক মাসের রেশন সাড়ে ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করে করেছে বীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

আজ রোববার সকালে দিনাজপুরের বীরগঞ্জ থানার উদ্যোগে কর্মহীন মানুষদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে পুলিশ।

বীরগঞ্জর থানার কর্মকর্তা জানান, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম.পিপিএম (বার) এর পরামর্শক্রমে থানার ৬০ জন পুলিশ সদস্যের গত মার্চ মাসের রেশন থেকে এই উপজেলার হঠাৎ কর্মহীন হয়ে পড়া সাড়ে ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, 'পুলিশই জনতা, জনতাই পুলিশ’। নিজেদের এক মাসের রেশন কর্মহীন পরিবারদের মধ্যে বিতরণ করে আবারও প্রমাণ করে দিল যে সত্যিকার অর্থেই পুলিশ জনগণের বন্ধু। এ দৃষ্টান্ত নিঃসন্দেহে পুলিশের ভাবমূর্তিকে অনেক বেশি উজ্জ্বল করলো।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস আহমেদ, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads