• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কক্সবাজারের আইসোলেশনে থাকা ৪ করোনা রোগীর অবস্থা উন্নতির দিকে

ফাইল ছবি

সারা দেশ

কক্সবাজারের আইসোলেশনে থাকা ৪ করোনা রোগীর অবস্থা উন্নতির দিকে

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২০

কক্সবাজারের মহেশখালী ও টেকনাফে করোনা ভাইরাসে আক্রান্ত চারজনকে নিজ নিজ উপজেলায় আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই চারজনের অবস্থা উন্নতি দিকে বলে জানিয়েছেন এই দুই উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, গত রোববার (১৯ এপ্রিল) টেকনাফের বাহারছড়া এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ আসার পর তার স্ত্রী, ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজন মিলে মোট ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই ২০ জনের নমুনা রিপোর্ট প্রকাশিত হয়। তবে তাদের কারো শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসেনি।

অপরদিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, মহেশখালীতে করোনা আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাও অব্যাহত রয়েছে। তবে এখন তাদের করোনা কোন উপসর্গ দেখা যাচ্ছে না। মোটামুটি উন্নতির দিকেও বলা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads