• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
করোনায় সত্যিকারের নায়ক বরিশাল শের–ই–বাংলার বিভূতিভূষণ

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনায় সত্যিকারের নায়ক বরিশাল শের–ই–বাংলার বিভূতিভূষণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২০

বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহভাজন করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার। শের–ই–বাংলা মেডিকেলের করোনাভাইরাসের পরীক্ষার কাজ শুরু হয় গত ২৯ মার্চ থেকে।

ওই দিন থেকে নমুনা সংগ্রহের কাজ করছেন টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার (৩০)। সেই থেকে গত শুক্রবার পর্যন্ত প্রায় ৫০ জনের নমুনা সংগ্রহ করেছেন তিনি।

বেশির ভাগ মানুষ যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত, কেউ আক্রান্ত হলেই দূরে সরে যাচ্ছেন, তখন তিনি সেসব মানুষের একেবারে কাছে গিয়ে নিজের কাজটুকু করছেন। বরিশাল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাই তাঁকে ‘সত্যিকারের নায়ক’ বলছেন।

প্রথম যেদিন শুনলেন নমুনা সংগ্রহের কাজ করতে হবে, কী মনে হলো? এমন প্রশ্নের জবাবে বিভূতিভূষণ বললেন, ‘হাসপাতাল থেকে পাঁচজনকে রোস্টার করে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। নমুনা সংগ্রহের কথা শুনে সহকর্মীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

অনেকে অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়ালেন। অনেকে চেষ্টা–তদবির করে রোস্টার থেকে নাম কাটিয়ে নিলেন। বুঝলাম, শেষ পর্যন্ত কাজটা আমাকে একাই করতে হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads