• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কাপাসিয়ায় আক্রান্ত ৭০, হাট-বাজার-দোকানপাট বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি

সারা দেশ

কাপাসিয়ায় আক্রান্ত ৭০, হাট-বাজার-দোকানপাট বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২০

করোনাভাইরোসের সংক্রমণ রোধে কাপাসিয়া উপজেলার ছোট-বড় সব হাট-বাজার ও দোকানপাট বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় প্রশাসন। কাপাসিয়ায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ আরও ২৭ আক্রান্ত এর আগে পুরো গাজীপুর জেলাকেই অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নিত্যপণ্য কেনাকাটায় শিথিলতা রয়েছে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ ইসমত আরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৭০ জন শনাক্ত হয়েছে। এ কারণে উপজেলার ছোট-বড় সব দোকান ও সাপ্তাহিক হাট-বাজার সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে পাড়া-মহল্লা ও বিভিন্ন রাস্তার মোড়ে বা রাস্তার পাশের সব চা ও মুদি দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সকল প্রকার ইফতার সামগ্রী রাস্তার পাশে বা দোকানে বিক্রি না করার অনুরোধ করা হয়েছে। শুধু ওষুধের দোকান সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads