• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পরিবহন মালিকের খাদ্য সহায়তা পেলেন ৮০ শ্রমিক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পরিবহন মালিকের খাদ্য সহায়তা পেলেন ৮০ শ্রমিক

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জের পূবাইলে পরিবহনের ৮০ জন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেডের (কেটিএল) চেয়ারম্যান। বুধবার বিকেলে কেটিএল চেয়ারম্যান শেখ আব্দুল হালিম তার ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবহনের ৮০ জন চালক ও সহকারির হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন।

এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১টি মিষ্টি কুমড়া।

কেটিএল চেয়ারম্যান শেখ আব্দুল হালিম জানান, করোনা পরিস্থিতি সরকারের নির্দেশনায় পরিবহন সেকটর বন্ধ হয়ে যায়। আর এই কারণে এই মাধ্যমে কর্মরত বিপুল সংখ্যাক শ্রমিক বেকার হয়ে পড়ে। তাই দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং কর্মহীন পরিবহন চালক ও হেলপারদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads