• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ধানকাটা শ্র‌মিক‌দের খিচু‌ড়ি খাওয়া‌লেন সখীপুর থানার ও‌সি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধানকাটা শ্র‌মিক‌দের খিচু‌ড়ি খাওয়া‌লেন সখীপুর থানার ও‌সি

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ মে ২০২০

টাঙ্গাই‌লের সখীপুরে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ধান কাট‌তে আসা শ্রমিকদের খিচু‌ড়ি বিতরণ ক‌রে‌ছেন ও‌সি আ‌মির হো‌সেন। শনিবার রাত ৯টার দিকে সখীপুর থানার পক্ষ থে‌কে  উপজেলা পরিষদ ও মোখতার ফোয়ারা চত্বরে অবস্থান করা শ্রমিকদের খিচু‌ড়ির প্যা‌কেট বিতরণ করা হয়।

এ সময় ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির উদয়, উপ-প‌রিদর্শক বদিউজ্জামান ও ফয়সাল আহমেদ খিচু‌ড়ি বিতরণে অংশ নেন।

সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ (ও‌সি) আ‌মির হো‌সেন জানান, ‌দূর-দূরান্ত থে‌কে শ্রমিকরা কাজের সন্ধা‌নে এ‌সে রা‌তে পৌর এলাকার বিভিন্ন স্থানে বসে ছিলেন। ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে দোকান হো‌টেল বন্ধ র‌য়ে‌ছে। হয়‌তো অ‌নেক শ্র‌মিক না খে‌য়েই রাতে ঘু‌মি‌য়ে পড়‌তো। খবর পেয়ে তা‌দের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়।

কু‌ড়িগ্রাম থে‌কে আসা একজন শ্র‌মিক ব‌লেন, আজ (শ‌নিবার) বি‌কে‌লেই এ‌সে‌ছি। দে‌খি দোকানপাট সব বন্ধ হ‌য়ে‌ গে‌ছে। এ‌দি‌কে রা‌তে আবার বৃ‌ষ্টিও শুরু হয়। ও‌সি সাব খাবার না দি‌লে না খে‌য়েই থাক‌তে হ‌তো।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads