• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
করোনার ভয়ে ‘আত্মহত্যা’ করা সেই পুলিশ সদস্যের দাফন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনার ভয়ে ‘আত্মহত্যা’ করা সেই পুলিশ সদস্যের দাফন

  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মে ২০২০

করোনাভাইরাসের ‘ভয়ে’ রাজধানীর খিলগাঁওয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করা পুলিশ কনস্টেবল ও এসবিতে কর্মরত তোফাজ্জল হোসেনের লাশ দাফন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তোফাজ্জল হোসেনের গ্রামের বাড়ি ব্রাহ্মবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নিজ বিদ্যাপিঠ কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ কনিকাড়া কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া বন্ধু ডা. হাবিব বলেন, সে ছিল অত্যন্ত ভদ্র ছেলে তার এমন মৃত্যুতে তিনি তার সকল সহপার্টি মর্মাহত ও শোকাহত ।

গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর তিলপাপাড়ায় বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তোফাজ্জল হোসেন।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এই নিয়ে তার স্ত্রীর কাছে পরীক্ষাটি সন্দেহ হয়। এতে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কনস্টেবল তোফাজ্জল হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads