• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সখীপুরে ধান কাটার মজু‌রির স‌ঙ্গে ত্রাণ পেল শ্র‌মিকরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে ধান কাটার মজু‌রির স‌ঙ্গে ত্রাণ পেল শ্র‌মিকরা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে মজু‌রির স‌ঙ্গে অ‌তি‌রিক্ত ত্রাণ সহায়‌তা পে‌য়ে‌ছেন ২০ জন ধান কাটা শ্র‌মিক। আজ মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলার গোহাইলবা‌ড়ি বাগপাড়া গ্রা‌মে ২০জন শ্র‌মিক‌কে পূর্ব‌ঘো‌ষিত এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ওই গ্রা‌মে উপ‌স্থিত হ‌য়ে শ্র‌মিক‌দের হাতে ত্রাণ সামগ্রী তু‌লে দেন। এ সময় ব‌হেড়া‌তৈল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান গোলাম ফেরদৌস, কৃ‌ষি কর্মকর্তা নূরুল ইসলামসহ স্থানীয় ইউ‌পি সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এর আ‌গে ইউএনও আসমাউল হুসনা লিজা "কাট‌লে ধান, মিল‌বে ত্রাণ" শ্লোগা‌নে সখীপুর উপ‌জেলার কর্মহীন হ‌য়ে পড়া শ্র‌মিক‌দের ধান কাট‌তে নাম নিব‌ন্ধের আহ্বান জানান।

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা নূরুল ইসলাম বাংলা‌দে‌শের খবর‌কে ব‌লেন, ইউএনও স্যা‌রের আহ্বা‌নে সাড়া দি‌য়ে এ পর্যন্ত আমা‌দের কা‌ছে উপ‌জেলার এক হাজা‌রের বে‌শি শ্র‌মিক নিবন্ধন ক‌রে‌ছেন। বিষয়‌টি এলাকা ভি‌ত্তিক উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তারা খোঁজ খবর রাখ‌ছেন। নিয়‌মিত ধান কাটার সা‌পে‌ক্ষে প্র‌ত্যেক‌কেই মজু‌রির পাশাপা‌শি অ‌তি‌রিক্ত ত্রাণ সামগ্রী পৌঁ‌ছে দেওয়া হ‌বে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads