• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জামালপুরে ধান কাটার হারভেস্টার মেশিন বিতরণ 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জামালপুরে ধান কাটার হারভেস্টার মেশিন বিতরণ 

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০২০

করোনা ভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে বোরো ধান কাটা নিয়ে কৃষকেরা দুঃচিন্তায় আছেন। এমন সময় জামালপুর সদর উপজেলার কৃষকদের জন্য সুসংবাদ নিয়ে আসলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।  তিনি জামালপুর সদর উপজেলার কৃষকদের ধান কাটার সুবিধার্থে ৪টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকারিভাবে নিয়ে এসেছেন । 

আজ মঙ্গলবারসদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘণ্টায় এক একর জমির ধান কাটতে সক্ষম।   শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকড়ের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় জামালপুর সদরের কৃষকরা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম প্রমূখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads