• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সখীপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৭

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় গ্রেপ্তার ৭

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আবদুল কা‌দের মিয়া‌কে মারপিটের ঘটনায় সাত আসামীক গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সখীপুর পৌর শহরের তালতলা চত্ত্বর থেকে তা‌দের গ্রেপ্তার করা হয়।

তারা সং‌শ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বছির উদ্দিন (৭৭), খোরশেদ মিয়া (৫৬), আবদুল হামিদ (৭০), শাহিদা আক্তার (২৭), বাদল মিয়া (২২), কাউছার (১৮) ও রাজিব মিয়া (২২)। তাদের বাড়ি উপজেলার শোলাপ্রতিমা গ্রামে। আজ দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদেরকে তাঁর ভা‌তিজা আবদুর রাজ্জাক দলবল নিয়ে গত ৫ মে বিকেলে মারপিট করে। এতে তার দু হাত ও পাজরের হাড় ভেঙে যায়।
এ ঘটনায় ওই দিন রাতেই আহত আবদুল কাদেরের ছেলে কামরুল হাসান বাদী হয়ে আবদুর রাজ্জাকসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, আসামীরা সংঘবদ্ধ হয়ে গোপনে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।  অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শনিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads