• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে আরও ১২ করোনা রোগী, মোট আক্রান্ত ৬০

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে আরও ১২ করোনা রোগী, মোট আক্রান্ত ৬০

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে ২০২০

চাঁদপুর জেলায় করোনায় নতুন করে আরো ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আগের ৪৮ জনসহ এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১২জন। বাকী ৪৪জন বাড়ীতে এবং আইসোলেশনে সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ নতুন করে ১২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরের ১১ জন এবং মতলব উত্তরে ১জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাগেছে, বুধবার ঢাকা থেকে ১০১জনের রিপোর্ট আসে এর মধ্যে ১২ জনের পজেটিভ এবং বাকী ৮৯ জনের নেগেটিভ। মঙ্গলবার পর্যন্ত ঢাকা থেকে আসার অপেক্ষমান রিপোর্ট ছিলো ১৪৮ জনের। এর মধ্যে ১০১ জনের রিপোর্ট এসেছে। বাকী ৪৭ জনের রিপোর্টসহ নতুন করে সংগ্রহ করা রিপোর্ট অপক্ষেমান।

নতুন আক্রান্ত ১১জন সহ চাঁদপুরে সদরে আক্রান্ত সংখ্যা ৩৭, ফরিদগঞ্জে-৭, হাইমচরে-২, হাজীগঞ্জে-৪, শাহরাস্তি-২ কচুয়া ২ ও মতলব উত্তরে আগের ৫জন এবং নতুন ১জনসহ ৬জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads