• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ৬ হাজার পিস ইয়াবা, ২০৭ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় ৬ হাজার পিস ইয়াবা, ২০৭ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত ১৪ মে ২০২০

কুমিল্লায় পৃথক পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা, ২০৭ বোতল ফেন্সিডিল ও ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব- ১১ কুমিল্লা। এ সময় একটি কাভার্ডভ্যান ও পিকআপ জব্দ করা হয়।

বুধবার বিকেলে জেলার সদর দক্ষিন উপজেলার কোটবাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে কাভার্ডভ্যানের অভ্যন্তরে এবং পিকআপে আলু পরিবহনের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিকেলে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর সদস্যরা। এসময় একটি কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়। সে জেলার কুমিল্লার চান্দিনা উপজেলার নাটিংগী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। এছাড়া একটি পিকআপে আলু পরিবহনের আড়ালে লুকিয়ে পাচারকালে রেজা করিম নামে আরো একজনকে আটক করা হয়। এসময় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রেজা করিম চাঁদপুর জেলা সদরের পশ্চিম সকদি গ্রামের আঃ রহমানের ছেলে।

কুমিল্লার র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় কাভার্ড ভ্যান ও পিকআপ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads