• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এবার করোনায় মারা গেলেন সোনালী ব্যাংক কর্মকর্তা

সংগৃহীদ ছবি

সারা দেশ

এবার করোনায় মারা গেলেন সোনালী ব্যাংক কর্মকর্তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মে ২০২০

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাতে কুমিল্লায় মারা যান তিনি। 

এ নিয়ে সিটি ব্যাংকের দুই কর্মকর্তা, রুপালী ব্যাংকের এক কর্মকর্তাসহ মোট চারজন ব্যাংকার করোনায় সংক্রমিত হয়ে মারা গেলেন।

জানা গেছে, মাহবুব এলাহী ব্যাংকটির মতিঝিলে স্থানীয় কার্যালয়ে কর্মরত ছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান তিনি। এরপর ৩ দিন পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে কয়েক দিন চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। রোববার রাতে তিনি নিজ বাসাতেই মারা যান।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, সোনালী ব্যাংকের আরও ২৯ জন কর্মকর্তা করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া শাখার ৬ কর্মকর্তা, রংপুর বাজার শাখার ৭ জন, ঢাকার শিল্পভবন করপোরেট শাখার ১ জন, রমনা করপোরেট শাখার ২ জন, ওয়েজ আর্নার্স করপোরেট শাখার ২ জন, নারায়ণগঞ্জের সোনারগাঁও শাখার ১ জন, আড়াইহাজারের ধুপতারা শাখার ১ জন, নারায়ণগঞ্জের নবীগঞ্জ শাখার ১ জন, নিতাইগঞ্জ শাখার ১ জন, নারায়ণগঞ্জ করপোরেট শাখায় ২ জন, ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ প্রিন্সিপাল অফিসের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ শাখায় ৩ জন আক্রান্ত ও মাদারীপুর শাখার ১ জন রয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads