• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তি গ্রেপ্তার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০২০

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা ও ডিবি পুলিশের একটি দল। সোমবার দিবাগত রাতে মাধখলা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম বিষটি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমান শ্রীপুর পৌরসভার বর্তমান মেয়র আনিসুর রহমানের ছোট ভাই। তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি পরিবার ও বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।

জাহিদুল আলম রবিন বলেন, ' আমার এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে ওই ব্যক্তি ২০১৮ সাল থেকেই বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ গত ১৫ মে তারিখে আবারো আমার পরিবারের সদস্যদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়। পরে এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি'।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা ছিল। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads