• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে ২০২০

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৩২২। সোমবার রাতে জেলার সিভিল সার্জন মো. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে নরসিংদীতে  করোনায় আক্রান্ত হয়ে হাজী শরীফ হোসেন মুক্তার (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত শরীফ হোসেন মুক্তা সদর উপজেলার মাধবদী নুরালাপুর গ্রামের বাসিন্দা। এর আগে দুপুরে  সদর উপজেলার মহিষাসুরা গ্রামে করোনা উপসর্গ নিয়ে সাদিয়া আক্তার শাহেলা (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মৃত সাদিয়া আক্তার শাহেলা মহিষাসুরা ইউপি চেয়ারম্যান ডা. এনামুল হক শামীমের স্ত্রী। করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা করোনা প্রতিরোধ সেল সূত্রে জানা যায়, ওই নারী ৫ থেকে ৬ দিন ধরে জ্বর, ঠান্ডা-কাশিতে ভুগছিলেন। করোনার এসব উপসর্গ দেখা দিলেও সাধারণ জ্বর মনে করে তিনি বিষয়টি এড়িয়ে যান। সোমবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিম মরদেহ উদ্ধার করে।

করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়া  বলেন, শরীফ হোসেন মুক্তার করোনা পজেটিভ ছিল। ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মহিষাসুরা ইউপি চেয়ারম্যানের স্ত্রীর করোনা উপসর্গ দেখা দিলেও তিনি তা গোপন করেন। পরে সোমবার দুপুরে তার মৃত্যু হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে রাতে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এর আগে পৌর শহরের বৌয়াকুর এলাকায় এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। ভয়ে কেউ সৎকার করতে যায়নি। পরে কুইক রেসপন্স টিমের লোকজন নিয়ে আমি নিজে গিয়ে তার মরদেহ সৎকার করা হয়।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার জেলা থেকে ৯৭ জনের নমুনা রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়।সোমবার রাত ১১টার দিকে পাওয়া ফলাফলে জানা যায়, নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ১৫ জন ও আরেকজন পলাশ উপজেলার। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি নমুনা সংগ্রহের কাজ চলছে।

নরসিংদীর সিভিল সার্জন ইব্রাহিম টিটন বলেন, রোববার পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ২৩৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩২২ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে ১৩ জন এবং বাড়িতে ১২৫ জন আইসোলেশনে আছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৬৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads