• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শিমুলিয়াঘাটে আটকা ঘরমুখো হাজারো যাত্রী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শিমুলিয়াঘাটে আটকা ঘরমুখো হাজারো যাত্রী

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে মঙ্গলবার সকালে আটকা পড়েছেন দক্ষিণবঙ্গের ঘরমুখো হাজার হাজার যাত্রী। ফেরী চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ অবস্থায় দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা শিমুলিয়াঘাটে এসে ফেরী পারাপারের অপেক্ষমান রয়েছে। এছাড়া পণ্যবাহী ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

হিজলার যাত্রী আসমা বেগম নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ভোরে শিমুলিয়াঘাটে আসেন। তিনি জানান, গ্রামের বাড়িতে তার বাবা অসুস্থ্য। তাই বাবাকে দেখার জন্য তাকে গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে ফেরী চলাচল বন্ধ থাকায় এখন শিমুলিয়াঘাটে আটকা পড়ে আছেন।

শরীয়তপুরের যাত্রী কামালা মিয়া জানান, গ্রামের বাড়ি ফাঁকা পড়ে আছে। ঢাকায় কোন কাজ নেই। এখন গ্রামের বাড়িতে ফেরা ছাড়া তার কোন উপায় নেই।

ফরিদপুরের রহিমা বেগম ভোরে ছুটে আসেন শিমুলিয়াঘাটে। কিন্তু ফেরীতে কোনো যাত্রী পারাপার করা হচ্ছে না। এতে পরিবারসুদ্ধ এ নারী আটকা পড়েছে ঘাটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ফেরী সার্ভিস দেওয়া হচ্ছে। তবে যাত্রী ও অন্য কোনো সাধারণ যানবাহন ফেরীতে উঠানো হচ্ছে না। যাত্রী ও যানবাহন পারাপারে কঠোর অবস্থান নিয়েছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads