• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
'সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে' 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে' 

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মে ২০২০

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফকরুল ইসলাম বলেছেন,সরকারী নির্দেশনা অনুয়ায়ী এবারের ঈদের যে অবস্থানে আছে সেখানইে থাকতে হবে । কোনোভাবইে অবস্থানের পরিবর্তন করা যাবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ী তল্লাশী করা হচ্ছে । সরকারি নির্দেশনা অনুয়ায়ী কাউকে ঢাকার বাইরে এবং ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না । এছাড়া যে সব পরিবহনে নির্দেশনা অমান্য করে যাত্রী পরবিহন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

এ সময় হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহম্মদে খান, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসনেসহ ঊর্ধ্ববতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads