• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামের চরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামের চরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মে ২০২০

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে গরীব ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ত্রাণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা মহানগর যুবদল নেতা রাসেল আহাম্মেদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া।

চরপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি ইউনুছ মোহনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুর রব, সাবেক সেক্রেটারী আ ন ম ফারুক, চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম, চিওড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মাসুম, চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার উদ্দিন স্বজল, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন পিন্টু, বিএনপি নেতা মিজানুর রহমান হাজারী, ডাঃ শাহজাহান সাজু, আবুল কাশেম, মফিজুর রহমান, সোহরাব হোসেন, বেলাল হোসেন, সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads