• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সখীপুরে প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২০

টাঙ্গাই‌লের সখীপুরে প্রবাসীদের সংগঠন প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশন (এসপিইউএফ) এর উদ্যোগে হতদরিদ্রদের ঈদ উপহার হি‌সে‌বে নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

শুক্রবার বি‌কে‌লে সখীপুর পৌর কার্যালয় চত্ব‌রে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে ১৮০ জন দ‌রিদ্রের হা‌তে ৯০ হাজার টাকা ঈদ উপহার হি‌সে‌বে বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সভাপতি তারেক কিবরিয়া সজীবের সভাপ‌তি‌ত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র ও সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, উপদেষ্টা আলহাজ্ব এনায়েত করিম, গোলাম সরোয়ার শিম্মী, শফিকুল ইসলাম শফিক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ম‌হিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, যুবলীগ নেতা মোর্শেদ মজনু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হাফিজুল ওয়ারেছ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমেদ, উপ‌জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

জানা যায়, সখীপুর উপজেলার অসংখ‌্য মানুষ মধ‌্যপ্রাচ‌্যসহ পৃ‌থিবীর বি‌ভিন্ন দে‌শে অবস্থান কর‌ছে। এ সংগঠন‌টি মূলত প্রবাসীদের ম‌ধ্যে পারস্প‌রিক যোগা‌যোগ রক্ষা ক‌রে বিপদে-আপদে পাশে থাকার প্রত‌্যয়ে গ‌ঠিত হ‌য়ে‌ছে।

প্রবাসী ইউনাই‌টেড ফাউ‌ন্ডেশ‌নের সাধারণ সম্পাদক দুবাই প্রবাসী এম. সালমান ক‌বির মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, পৃ‌থিবীব‌্যাপী ক‌রোনা ভাইরাস সংক‌টে প্রবাসীরাও সু‌খে নেই। অ‌নে‌কেরই ‌বেতন-ভাতা বন্ধ র‌য়ে‌ছে। তারপরও দে‌শের জন‌্য মন কা‌ঁ‌দে। তাই আমা‌দের পক্ষ থে‌কে সহ‌যো‌গিতার এ ক্ষুদ্র চেষ্টা।

তি‌নি আ‌রো ব‌লেন, যে সকল প্রবাসী ভাইয়েরা নগদ অর্থ বিতরণ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তা‌দের প্রতি আমরা কৃতজ্ঞ। বি‌শেষ ক‌রে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি তারেক কিবরিয়া সজীব, যুগ্ম সম্পাদক কামরুল হাসান আজাদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ শফী তালুকদার, রাসেল আল মামুন, সহসাংগঠনিক সম্পাদক মন্জুর মোর্শেদ মামুন, মনোয়ার হোসেন অন্তর, সম্মানীত সদস্য মোবারক হোসেন, সদস্য জহিরুল ইসলাম, আব্দুস সামাদ, মনিরুজ্জামান গণি প্রমুখ।

ফাউন্ডেশনের সভাপতি ও ইতা‌লি প্রবাসী তারেক কিবরিয়া সজীব বাংলা‌দে‌শের খবর‌কে বলেন, আমরা সখীপুর উপজেলার প্রবাসীরা এ সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কল্যাণমূলক কাজ কর‌তে চাই। সংগঠনের পক্ষ থেকে আমাদের এসব কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

তি‌নি আ‌রো ব‌লেন, যে সকল প্রবাসী আমাদের এই নগদ অর্থ বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন তাঁদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads