• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ঈদে বাড়ি ফিরতে ভূঞাপুর নৌ ঘাটে উত্তরবঙ্গগামী মানুষের জনস্রোত

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ঈদে বাড়ি ফিরতে ভূঞাপুর নৌ ঘাটে উত্তরবঙ্গগামী মানুষের জনস্রোত

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভয় আর শঙ্কা নিয়ে বাড়ি ফিরছে মানুষ। বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী হাজারো মানুষ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় যমুনা নদী পাড়ি দিচ্ছে।

ভূঞাপুরের গোবিন্দাসী নৌঘাট গিয়ে দেখা যায়, গাদাগাদি করে নৌকাযোগে স্বপরিবারে ছোট ছোট শিশু ও নারী-পুরুষ গন্তব্যে যাচ্ছেন। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে নৌ মালিকরা। এভাবে নদী পাড় হতে গিয়ে সম্প্রতি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ হয়। পরে তাদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল ফায়ার সার্ভিস।

ভূঞাপুরের গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিন জানান, মহাসড়ক দিয়ে লোকজন ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও পায়ে হেঁটে নৌঘাটে ভিড় জমাচ্ছে নদী পাড় হয়ে ওপারে যেতে। পুলিশ সতর্কাবস্থায় রয়েছে, যাতে কেউ নৌঘাটে ভিড় জমাতে বা নদী পাড় না হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads