• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কাঠালিয়ায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাঠালিয়ায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২০

ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরবর্তী ভেঙ্গে যাওয়া ভেরিবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার দুপুরে পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদুসহ স্থানীয়রা।

এর আগে সেনাবাহিনীর একটি দল ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য, আম্পানের আঘাতে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত হয়। এতে শত শত বাড়ী-ঘর, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছ-পালা, মুরগীর ফার্ম, পানের বরজ, পুকুর ও জলাশয়ের মাছ, রাস্তা-ঘাটের ব্যপক ক্ষতি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads