• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২০

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে বাংলাদেশে। এ রোগের সংক্রমণ এড়াতে সরকারের বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সারা দেশের ন্যায় হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার হালুয়াঘাট পৌরসভার উত্তর বাজার, মধ্য বাজার, কাচারী রোড, ধারা বাজার ও শাকুয়াই বাজারে ৩০ প্রতিষ্ঠানকে বিভিন্ন আইনে ১ লাখ ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হালুয়াঘাট থানা পুলিশ ও র‌্যাব ১৪ এর সহযোগিতায় দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম তানভীর আহমেদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম তাসনিম আক্তার।

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট শপিং মলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি লঙ্ঘিত হওয়ায় ও সরকারের নির্দেশ অমান্য করে কাপড় ও বিভিন্ন দোকান খোলা রাখায় এ জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, সরকারের বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads