• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সেনবাগে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি

সারা দেশ

সেনবাগে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে ২০২০

নোয়াখালীর সেনবাগে এবার এক দিনে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে রাজনৈতিক নেতা, স্কুল শিক্ষিকা ও ঠিকাদার ও ব্যবসায়ী।

বুধবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচপিও) ডাক্তার মতিউর রহমান ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা করোনায় সংক্রমিত ব্যক্তিদের বাড়িগুলো লকডাউন করে এবং রোগীদের হোম কোয়ারান্টইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়। 

আক্রান্ত ব্যাক্তিরা হচ্ছেন- সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামের সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা ভিপি আবু নাছের দুলাল, তার স্ত্রী চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার মিতা, ঠিকাদার মো. নুরবনী, ৬নং কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামে করিম বক্স (মকবুল মিস্ত্রী বাড়ির) মোজাম্মেল হোসেন, শামছুন নাহার, শারমিন আক্তার ও সহিদ উল্যা, ছাতারপাইয়া ইউপির পূর্ব ছাতারপাইয়া গ্রামে সাইফুল ইসলাম, আবদুল মন্নান। কাদরা ইউপির তাহেরপুর গ্রামে মমিন আলম।

এ নিয়ে সেনবাগে ২৩ জন করেনায়া সংক্রমিত হলো। এর মধ্যে আলী আক্কাস নামে এক ব্যক্তি মারা গেছেন। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads