• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সেনবাগে একই পরিবারের ৫ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে একই পরিবারের ৫ জনের করোনা শনাক্ত

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের একই পরিবারের ৫ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর আগে, করোনা উপসর্গ নিয়ে ওই পরিবারের আরেক সদস্য মারা যায়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান

গত ২ মে ঈদের আগের দিন গৃহকর্তা ওলি মিয়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু তারা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি না জানিয়ে গোপনে লাশ দাফন করে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে গত বৃহস্পতিবার মৃত ওলি মিয়ার পরিবারের সদস্যদের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল হাসপাতালে করোনা ল্যাবে প্রেরণ করে। এরপর শুক্রবার রাতে নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব থেকে ওই ৫ জনের করোনা পজেটিভ বলে জানানো হয়।

 এ নিয়ে সেনবাগে ৩২ জন করেনায় আক্রান্ত হল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads