• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে কর্মহীন ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল বিএনপি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লৌহজংয়ে কর্মহীন ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিল বিএনপি

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি। লৌহজং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান খানের উদ্যোগে ও বেজগাও ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের সহযোগিতায় ৪৫০ টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলার বেজগাও ১নং ওয়ার্ডে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।

জানা যায়, লৌহজংয়ে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়েপড়া অসহায়দের মাঝে চারবার খাদ্যসামগ্রী ও একবার নগর অর্থ প্রদান করেছেন লৌহজং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান খান। প্রথমে তিনি উপজেলার ১০টি ইউনিয়নে ২ হাজার পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে আরও দুই বার নিজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ঈদ উপলক্ষে রমজান মাসে বিএনপির নেতা কর্মীসহ উপজেলার অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান করেন তিনি। সর্বশেষ শুক্রবার সকালে ৪৫০ টি পরিবারকে খাদ্যসহায়তা করেন।

খাদ্য সহায়তার সময় উপস্থিত ছিলেন বেজগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ খান, সাবেক মেম্বার জালাল খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু তাহের মৃধা, যুবদল নেতা মনির হোসেন, বিএনপি নেতা মালেক খান, কামাল খান, আবুল বেপারী, মোরশেদ খান, শাহেদ আলী মাদবর মোঃ জুয়েল, মোঃ আকবর, খোকন খান, সোলাইমান সর্দার

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads