• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কাঠালিয়ায় আম্পানে বিধ্বস্ত বাঁধ: প্লাবিত হচ্ছে বাড়ি-ঘর, ভেসে যাচ্ছে মাছ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কাঠালিয়ায় আম্পানে বিধ্বস্ত বাঁধ: প্লাবিত হচ্ছে বাড়ি-ঘর, ভেসে যাচ্ছে মাছ

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা বিষখালী নদীর তীরবর্তী ৫ কিলামিটার বাঁধ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিধ্বস্ত হয়েছে।  এতে প্রতিদিন জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে গ্রাম, ফসলি জমি এবং ভেসে যাচ্ছে জলাশয়ের মাছ। দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে ক্ষতিগ্রস্তরা আজ শনিবার সকাল ১০ টায় মানববন্ধন করেছেন বিষখালী নদীর তীরে।

বাঁধ না থাকায় এবং নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে রয়েছে কাঠালিয়া উপজেলা পরিষদ, আউরা, চিংড়াখালী, জয়খালী, কাঠালিয়া, বড় কাঠালিয়া, আমুয়া বন্দর ও উপজেলা হাসপাতাল ও রঘুয়ারচর এলাকা। যেকোনো সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে এ সকল এলাকা ও স্থাপনাগুলো। স্বাভাবিক জোয়ারে ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে যায় এ এলাকার রাস্তা-ঘাট, ফসলের মাঠ ও জলাশয়গুলো।

ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, ঘূর্ণিঝড় আম্পানে ১৭ কোটি ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  এর মধ্যে ৫ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।  ওই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই ফের নদীর পানি বেড়ে গেছে। যা ফসল ভালো ছিল তাও নষ্ট হওয়ার হতে বসেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, বিআরডিপি’র চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. কাওসার আহমেদ জেনিভ সিকদার, সাবেক কৃষি কর্মকর্তা মো. কবির সিকদার, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহসান উল্লাহ খান সবুজ, জেলা পরিষদ সদস্য মো. সাখওয়াত হোসেন অপু সিকদার প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads