• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৮৫০

ফাইল ছবি

সারা দেশ

কুমিল্লায় করোনায় নতুন আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ৮৫০

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

চৌদ্দগ্রামে ১৫ জনসহ শনিবার নতুন করে কুমিল্লা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫০ জনে। করোনা সংক্রমণ প্রতিরোধ কুমিল্লা জেলা কমিটির ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন ডা.মো. শাহাদাত হোসেন এ কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার আক্রান্ত ৩৪ জনের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে সাতজন,চৌদ্দগ্রামে ১৫জন,আদর্শ সদরে তিন,লাকসামে একজন,দেবিদ্বারে একজন,বুড়িচংয়ে দুইজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন।

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট আট হাজার ৭২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সাত হাজার ৭৯১ জনের রিপোর্ট আসে। মোট ৮৫৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। শনিবার নগরীতে দইজন ও মুরাদনগরে একজনসহ মোট কুমিল্লা জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৪ জন। মোট মারা গেছে ২৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads