• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

কুমিল্লার লাকসামে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। লাকসাম পূর্ব ইউনিয়নের এলাইচ গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মিজানুর রহমান।

শনিবার ভুক্তভোগী মিজানুর রহমান জানান, বাড়ির পুকুরে গত এক বছর যাবৎ মাছ চাষ করে আসছেন তিনি। ১৮০ শতক জায়গা জুড়ে বিস্তৃত পুকুরটিতে তিনি তিন বছরের চুক্তিতে মাছ চাষ করছেন। তিনি প্রায় বিগত ২০ বছর যাবৎ সাফল্যের সাথে মাছ চাষ করে আসছেন। এলাকায় কারো সাথে তার কোনো দ্বন্দ্ব নেই।

শুক্রবার রাত সাড়ে দশটায় স্থানীয়রা তাকে মোবাইল ফোনে বিষক্রিয়ায় মাছ মারা যাওয়ার বিষয়টি অবগত করেন। পরে প্রত্যক্ষদর্শীর কাছে জানতে পারেন দুইটি মোটরসাইকেল যোগে অজ্ঞাত ব্যক্তিরা দূর থেকে বিষ নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মূহুর্তের মধ্যে বিষক্রিয়ায় পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠতে শুরু করে। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় মরা মাছগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ জানান, এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অন্যদিকে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads