• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মা-বোন-ভাইয়ের সঙ্গে খুন হওয়া সাবরিনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মা-বোন-ভাইয়ের সঙ্গে খুন হওয়া সাবরিনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে ২০২০

গাজীপুরের শ্রীপুরের একই ফ্লাটে মা ও ছোট ভাই এবং বোনের সঙ্গে খুন হওয়া স্কুলছাত্রী সাবরিনা নুরা (১৭) এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

আজ রোববার এসএসসির ফল প্রকাশ করার পর তার স্বজনরা এ খবর নিশ্চিত করেছেন। সে বাসার পাশের হাজী আবদুল কাদের একাডেমির (এইচএকে একাডেমি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্বজনরা জানায়, সাবিনা নুরা আবদার গ্রামের এইচ এ কে একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। রোববার ফল প্রকাশ হলে খোঁজ নিয়ে জানতে পারেন সাবরিনা নুরা জিপিএ ৫ পেয়েছে।

তার ফুফাতো ভাই মেহেদী হাসান জানান,  সাবরিনা ছোট থেকেই পড়াশোনায় খুব ভাল ও মেধাবী ছিল। কম কথা বলা মেয়ে ভালো রেজাল্ট করবে এমনটা পরিবারের সবারই ধারণা ছিল। এমন খুশির দিনে সব স্বজনদের মনে বাধ ভাঙা কান্না। পরিবারের বড় সন্তান ছিল নুরা। সবাই কত আশা করে বসে ছিল পরীক্ষার রেজাল্ট পেয়ে আনন্দ করবে। তবে ফল আনন্দের হয়েছে। সবাইকে খুশি করার ফল করেছে নুরা। কিন্তু ফল প্রকাশের আগেই সবাইকে নিয়ে না ফেরার দেশে পারি দিয়েছে মেধাবী সাবরিনা নুরা। তার সঙ্গে নৃশংস খুন হয় নুরাসহ তার মা, ছোট বোন ও এক মাত্র ছোট ভাইটিও।

তিনি বলেন,  এমন নৃশংস হত্যাযজ্ঞের প্রকৃত বিচার নিয়ে টালবাহানা চলছে।  আমাদের পুরো পরিবারে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে গত ২৩ এপ্রিল একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের পাশবিক নির্যাতনও করা হয়েছে।

নিহতরা হলেন- সাবরিনা নুরা (১৭) তার মা ফাতেমা আক্তার স্মৃতি (৪০), ছোট বোন মোছা. শাওরিন হাওয়া (১২) ও বাকপ্রতিবন্ধী ছোট ভাই ফাদিল সাদ (৭)। সাবরিনা নুরা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ছোট মেয়ে শাওরিন পাশ্ববর্তী ব্রাইট ক্যাডেট মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। ছোট ছেলে ফাদিল সাদ একটি স্কুলের নার্সারিতে পড়তো। তাদের বাবা কাজল দির্ঘদিন ধরে মালয়েশিয়াতে প্রবাসি। সাবরিনা নুরা ও শাওরিন হাওয়ার জন্ম মালয়েশিয়াতে। তাদের মা ফাতেমা আক্তার স্মৃতি ইন্দোনেশীয় বংশভূত। প্রবাসে থাকাকালে তাদের বিয়ে হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads