• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিশু নিখোঁজ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিশু নিখোঁজ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শিহাব (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে । গতকাল রোববার রাতে বিরিশিরি ফেরিঘাটে বাবার সাথে লাকড়ি সংগ্রহে গেলে নিখোঁজ সে । নিখোঁজ শিহাব পৌরসভার দক্ষিণ ভবানীপুর গ্রামের স্বপন মিয়ার । সে ইসলামপুর ডাকুমারা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন । 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় সোমেশ্বরী নদীতে পাহাড়ি ঢল নেমে আসে । এই ঢলে ভেসে আসা লাকড়ি ডিঙ্গি নৌকায় নিয়ে সংগ্রহ করতেই গতকাল সন্ধ্যায় বাবা ও ছেলে নদীতে নামে । নৌকা বসেই লাকড়ি সংগ্রহ করার এক পর্যায়ে শিশু শিহাব পানিতে পড়ে যায় । পরে বাবার চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন । রাতেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন । কিন্তু নদীতে তীব্র স্রোত ও যততত্র নৌকায় বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় শেষ পর্যন্ত বন্ধ করতে হয় উদ্ধার কাজ । 

ডুবরি দলের সদস্যরা জানায়, নদীতে তীব্র থাকায় উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না । আমরা আশা করছি প্রাকৃতিকভাবেই মরদেহটি ভেসে উঠবে ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads