• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে ৩৫৫ জন ইমাম-মুয়াজ্জিন পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জে ৩৫৫ ইমাম-মুয়াজ্জিন পেল প্রধানমন্ত্রীর উপহার

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৩৫৫ জন ইমাম ও মুয়াজ্জিন পেল প্রধানমন্ত্রীর উপহার। সোমবার দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে নগদ ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক এ অনুদান প্রধান অতিথি হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও সভাপতি-সেক্রেটারিদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের পরিচালানায় এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. মাকসুদ-উল-আলম খান মাসুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এস.এম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, মো. মাইনুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার গাজী শরফুদ্দীন প্রমুখ।

এ সময় মেহের আফরোজ চুমকি এমপি বলেন, ৫ হাজার টাকা খুব বেশি না। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা মনে রেখেছেন। আর আর্থিক এ অনুদান মসজিদের নামে বরাদ্দ হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুরো অর্থ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের দিয়ে দেওয়ার অনুরোধ করেন তিনি।

নি আরো বলেন, কালীগঞ্জে ৩৫৫ জন ইমাম-মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ বিতরণ করা হলেও পর্যায়ক্রমে উপজেলার সব মসজিদেই আর্থিক এ অনুদান দেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads