• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে বিনামূল্যে সবজি বীজ পেল ২ হাজার কৃষক 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জে বিনামূল্যে সবজি বীজ পেল ২ হাজার কৃষক 

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

দেশে বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২ হাজার কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ বিতরণ করা হয়।

অতিথি হিসেবে এ বীজ বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

বিতরণ করা সবজি বীজের মধ্যে ছিল- ঢেঁড়স, পুঁইশাক ও ডাটা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও  উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির সিদ্দিকীর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. মাকসুদ-উল-আলম খান মাসুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা এইচ.এম আবুবকর চৌধূরী, এস.এম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, এসএপিপিও মো. আখতারুজ্জামান, উপ- সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads