• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দাগনভূঞায় করোনা আক্রান্ত অসহায় পরিবারের পাশে ইউএনও

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দাগনভূঞায় করোনা আক্রান্ত অসহায় পরিবারের পাশে ইউএনও

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

দাগনভূঞা উপজেলার করোনা আক্রান্ত কয়েকটি অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রবিউল হাসান।

সোমবার উপজেলার সিন্দুরপুর, পূর্বচন্দ্রপুর ও দাগনভূঞা সদর ইউনিয়নের অলাতলী ও বৈরাগীর হাট ও জগতপুর গ্রামে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন ইউএনও।

এ সময় তিনি বলেন, ভয় নয়, করোনাকে জয় করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান বলেন, করোনাভাইরাস আক্রান্তদের অবহেলার চোখে নয় তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত পরিবারের আশপাশের পরিবারগুলোকে সচেতন করা হয়েছে। যেন তারা স্বাস্থ্যবিধি মানেন এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবাবারের প্রতি সংবেদনশীল থাকেন। 

তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও  সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads