• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সেনবাগে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, এক গুলিবিদ্ধসহ আহত ৫

প্রতীকী ছবি

সারা দেশ

সেনবাগে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, এক গুলিবিদ্ধসহ আহত ৫

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে যুবলীগ নেতা ইকবাল হোসেন (৩৫) ও সোহাগ (২৬) এর নাম জানা গেলেও অন্যদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদের মধ্যে ইকবালকে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলা ৮নং বীজবাগ ইউপির ৯নং ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার গোফরান মিয়ার মালিকানাধীন ও বাড়ির অন্যদের যৌথ মালিকানা দুইটি পুকুরের পাড় ভেঙ্গে এক হয়ে যায়।  এ অবস্থায় গোফরান মেম্বার কাউকে না জানিয়ে ওই পুকুরে মাছের পোনা ছেড়েছে বলে প্রচার করে পুকুরটি তার কাছে ইজারা দেওয়ার জন্য অন্যদের চাপ প্রযোগ করে। কিন্তু অন্য শরিকদাররা ইজারা দেবে না বলে পুকুরে মাছ ধরে হিস্যা হিসাবে ভাগ করে নিয়ে যায় । কিন্তু গোফরান মেম্বার তার ভাগের অংশের মাছ নেয়নি।

এরপর আজ সোমবার দুপুর ১টার দিকে গোফরান মেম্বারের নাতী রাহিম লোকজন নিয়ে ওই পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলে বাড়ি অন্য শরিকদাররা বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোফরান মেম্বারের পক্ষের সোহাগ নামের একজন আহত হয়। পরে গোফরান মেম্বারের নাতী রাহিম পাশের সেবারহাট এলাকা থেকে লোকজন জড়ো করে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়ির আলী করিমের বসতঘরে হামলা চালায়। এ সময় গুলি বর্ষণ হলে ইকবাল হোসেন (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়।

খবর পেয়ে সেনবাগ থানার এসআই মোঃ আল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করে ও গোফরান মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads