• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জে চিকিৎসকসহ ১০ জনের করোনা শনাক্ত

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জে চিকিৎসকসহ ১০ জনের করোনা শনাক্ত

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় এক চিকিৎসকসহ ২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ জন ও কাশিয়ানী উপজেলায় ১ জন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশা-পাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ১০৬ জন জেলার বিভিন্ন হাসপাতালে ও আক্রান্তের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত একজন মারা গেছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত ৩০৫০ জনের নমুনা পরীক্ষায় জন্য সংগ্রহ করে পাঠানো হয়েছে। এর মধ্যে ২৯৬৯ জনের টেষ্ট সম্পন্ন হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৪৮ জন, কাশিয়ানী উপজেলায় ৫২ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪২ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads