• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপু‌রে প্রাপ্ত নম্ব‌রে সেরা সা‌ব্বির হাসান জয়

সংগৃহীত ছবি

সারা দেশ

সখীপু‌রে প্রাপ্ত নম্ব‌রে সেরা সা‌ব্বির হাসান জয়

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২০

এবা‌রের এসএস‌সি পরীক্ষার ফলাফ‌লে সখীপু‌র উপ‌জেলায় সেরা হ‌য়ে‌ছে সা‌ব্বির হাসান জয়। সে উপ‌জেলার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড ক‌লেজের বিজ্ঞান বিভাগ থে‌কে পরীক্ষা দি‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে। মোট ১৩০০ নম্ব‌রের ম‌ধ্যে ১২০০ নম্বর পে‌য়ে চমক সৃ‌ষ্টি ক‌রে‌ছে সা‌ব্বির। তার প্রাপ্ত নম্বরই উপ‌জেলার ম‌ধ্যে স‌র্বোচ্চ ব‌লে জানা গে‌ছে। সা‌ব্বির হাসান জয় সখীপুর সংবাদপত্র এ‌জে‌ন্ট ও কচুয়া গ্রা‌মের শাহীনুজ্জামা‌নের ছেলে।

জানা যায়, বিএএফ শাহীন স্কুল এন্ড ক‌লে‌জ উপ‌জেলার ম‌ধ্যে সেরা ফলাফল ক‌রে‌ছে। ওই প্র‌তিষ্ঠান থে‌কে ১২৫ জন পরীক্ষার্থীর ম‌ধ্যে ১২৩ জন পাস ক‌রে‌ছে। জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ২২ জন। পা‌শের হার ৯৮.৪০। ওই  প্র‌তিষ্ঠা‌নের অপর শিক্ষার্থী সান‌জিদা আক্তার ১১৬৫ নম্বর পে‌য়ে উপ‌জেলায় দ্বিতীয় সেরা হ‌য়ে‌ছে।

উপ‌জেলার সেরা সা‌ব্বির হাসান জয় বড় হ‌য়ে প্র‌কৌশলী হ‌তে চায়। তার মু‌ক্তি‌যোদ্ধা দাদার স্বাধীন করা দেশ ও দে‌শের মানু‌ষের সেবা কর‌তে চায়। জ‌য়ের বাবা শাহীনুজ্জামান ও মা লিনা আক্তার ছে‌লের জন্যে সক‌লের দোয়া চে‌য়ে‌ছেন।

কৃ‌তিত্বপূর্ণ ফলাফল করায় সখীপুর প্রেসক্লাবের পক্ষ থে‌কেও সা‌ব্বির হাসান জ‌য়কে শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানা‌নো হ‌য়ে‌ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads