• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে গাড়ি চালক ও যাত্রীদের সচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

চৌদ্দগ্রামে গাড়ি চালক ও যাত্রীদের সচেতনতা বাড়াতে হাইওয়ে পুলিশের লিফলেট বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় গাড়ি চালক ও যাত্রীদের ভ্রমণের সময় মাস্ক হ্যান্ড গ্লাভস পরিধানসহ গণসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের আটগ্রাম এলাকায় লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন ও এসআই আবুল হোসেনসহ ফাঁড়ির সদস্যরা।

এ সময় পুলিশ অফিসারবৃন্দ গাড়িতে উঠে যাত্রীদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান। পরে হাইওয়ে পুলিশ মহাসড়কে ত্রি-হুইলার ও সিএনজি অটোরিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads