• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

চাঁদপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ আরো ৯ জন করোনায় আক্রান্ত

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২০

চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ও স্বাস্থ্যকর্মীসহ আরো ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জ উপজেলায় ২ জন এবং হাজীগঞ্জ উপজেলায় ২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে ।

নতুন আক্রান্তের মধ্যে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা হাবিব উল করিম এবং চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার রাত ও মঙ্গলবার দুপুরে ৩৪ টি রিপোর্ট আসে। সেখানে ৯জনের করোনা পজিটিভ। বাকি ২৫টি নেগেটিভ।

জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, কচুয়ায় ৪ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং মতলব উত্তরে ২ জন।

চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে চাঁদপুর সদরে ১১৬ জন, ফরিদগঞ্জে ৩৯ জন, হাজীগঞ্জে ১৪ জন, মতলব দক্ষিণে ১২জন, কচুয়ায় ১২ জন, শাহরাস্তিতে ১২জন, মতলব উত্তরে ১০ জন এবং হাইমচর উপজেলায় ৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads