• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেনবাগে একদিনে ২০ জনের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে একদিনে ২০ জনের করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইাইনিয়নে এবার একদিনে রেকর্ড সংখ্যক ২০ জনের শরীরে করোনায় শনাক্ত হয়েছে। এর মধ্যে সেনবাগ পৌরসভায় ৭ জন, কাবিলপুর ইউনিয়নে ৯ জন, ডমুরুয়া ইউনিয়নে ২ জন, নবীপুর ইউনিয়নে ১ ও মোহাম্মদপুর ইউনিয়নে একজনসহ মোট ২০ জন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান জানান, গত ১ জুন জ্বর,শর্দি,কাশী ও গলা ব্যাথার উপসর্গ নিয়ে আক্রান্তরা করোনা পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করে। নমুনাগুলি পরীক্ষার পর বুধবার সকালে ২০ জন করোনায় আক্রান্ত বলে জানানো হয়। এরপর সেনবাগ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মী ও সেনবাগ থানা পুলিশ পর্যায়ক্রমে করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়িগুলো লকডাউন করে।

এ নিয়ে সেনবাগে সেনবাগে করোনয় সংক্রমিত হয়েছে ৫৬ জন করেনায়া সংক্রমিত হয়েছে এবং ৬জন মারা গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads