• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে নারীসহ ৬ জনের মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০২০

চাঁদপুরের করোনা উপসর্গ নিয়ে ১২ ঘন্টার ব্যবধানে নারী ও পল্লী চিকিৎসকসহ ৬ জন মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

হাসপাতাল, মৃত ব্যাক্তিদের স্বজন ও স্থানীয় নির্ভরযোগ্য তথ্যে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় সদর হসপিটালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পল্লী চিকিৎসক আবু তাহের ভুঁইয়া (৬০), রাত ২টায় সদর উপজেলার কল্যান্দী গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) ও বুধবার (৩ জুন) সকালে একই গ্রামের লাকী বেগম (৩৪) মৃত্যুবরণ করেন।

অপরিদকে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে মজিবুর রহমান (৭০) বছরের এক বৃদ্ধা, বুধবার সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও একই গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৬০) ও মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের মৃত শাহজাহানের ছেলে ইলিয়াছ (৩২) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার সকালে রায়শ্রী উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সেলিম পাটওয়ারী লিটন, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মো. জাবেদ হোসেন ও হাজীগঞ্জ থানার একপন উপ-পরিদর্শকের সহযোগিতায় মৃত ইলিয়াসের মরদেহ দাফন করা হয় এবং ওই বাড়ীটি লকডাউন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান জানান, ইলিয়াছ চট্টগ্রাম থেকে এলাকায় এসেছে। ৫/৭দিন করোনা উপসর্গ নিয়ে বাড়ীতে আছে। তাই তার মৃত্যুর পর বাড়ীটি লকডাউন করা হয়েছে।

হাজীগঞ্জের বলিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মনির হোসেন মুঠো ফোনে জানান, তার বাবা কয়েকদিন দিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ আরো নানা রোগে ভূগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। এলাকার কোনো লোকই আমাদের সহযোগিতা করেনি বরং সবাই পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার আফাজাল হোসেন এর সাথে যোগাযোগ করি। তিনি নিজেই এসে উপজেলা দাফন কাফন কমিটির সহযোগিায় আজ বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৭টায় দাফন সম্পন্ন করি।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন একই গ্রামের বাসিন্দা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৬০)। তাকেকেও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের টিম নামাজে জানাযা ও দাফনের ব্যবস্থা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন জানান, হাজীগঞ্জের বলিয়ার মজিবুর রহমানের মৃতদেহ রাতে বাড়ীতে পড়ে থাকলেও এলাকার কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। ভোরে আমি নিজে গিয়ে তাদেরকে ফোন করি তবুও তারা আসেনি। পরবর্তীতে রিপোর্ট করার কথা বললে তারা এগিয়ে আসে।

তিনি আরও বলেন, যারা মৃত্যুবরণ করেন, তাদের দাফন কাফনে এগিয়ে আসা সামাজিকভাবে সবার কর্তব্য। অবহেলা করে দূরে থাকা ও অন্যদেরকে দাফন কাফনে আসতে বারণ করা এটা সমাজের প্রতি একটি অনিহা। এদেরকে সামাজিকভাবে চিহ্নিত করতে হবে।

এছাড়া মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গে নিয়ে ভর্তি হওয়ার পর মৃত্যুবরণ করেছেন সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী গ্রামের ভূইয়া বাড়ীর আবু তাহের ভূইয়া (৬০)।

স্থানীয় ঢালীর ঘাট বাজারের ওষুধ ব্যবসায়ী আলাউদ্দিন জানান, শুনেছি তিনি রাতেই হাসাপাতালে মৃত্যুবরণ করেন। রাতেই তার মরদেহ বাড়ীতে নিয়ে আসা হয়েছে এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ঢালীর ঘাট বাজারে নিজ ফার্মেসীতে নিয়মিত রোগী দেখতেন। এছাড়াও তিনি বাগাদী ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের আব্দুর রাজ্জাক মঙ্গলবার দিনগত রাতে হাসপাতালে ভর্তি হন। রাত ২টায় তিনি মারা যান। একই গ্রামের লাকী বেগম বুধবার সকালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তাদের উভয়ের করোনা নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads