• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীর উপহার পেল দুর্গাপুরের ১৭৭টি মসজিদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

প্রধানমন্ত্রীর উপহার পেল দুর্গাপুরের ১৭৭টি মসজিদ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেলেন নেত্রকোনার দুর্গাপুরে ১৭৭টি মসজিদ । শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে পৌরশহরের শিবগঞ্জ বাজার মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি । 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এর প্রভাব পড়েছে বেশ জোরেশোরে । গেল কয়েক মাসে দেশের প্রায় সরকারী বেসরকারী প্রতিটি প্রতিষ্ঠানই করোনার প্রভাবে ছিল বন্ধ । এই থেকে বাদ যায়নি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও । ভাইরাস ঠেকাতে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে করা হয় সীমাবদ্ধতা । 

তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঈদের আগে আবারও চালু করা হয় মসজিদগুলো আগের মতোই নামাজ আদায় শুরু করেন মুসল্লিরা। কিন্তু রমজান মাসে মসজিদ গুলো বন্ধ থাকায় কিছুটা আয়ের উৎস হারায় মসজিদগুলো । এদিক বিবেচনায় করেই প্রধানমন্ত্রী দেশের তাই প্রতিটি মসজিদে ৫ হাজার টাকা করে উপহার দেয়ার ঘোষণা দেন।

এই অংশ হিসেবে দুর্গাপুরে ১ শত ৭৭ টি মসজিদে মোট ৮ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয় । পর্যায়ক্রমে উপজেলায় আরো প্রায় দুই শতাধিক মসজিদে এই চেক বিতরণ করা হবে বলেও উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে ।

চেক বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা নিবার্হী অফিসার ফারজানা খানম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, পৌর মেয়র আব্দুস সালাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতাকর্মী, মসজিদের ইমাম সহ প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads