• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
 ভূঞাপুরে ঢাকা ফেরত ২ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে ঢাকা ফেরত ২ জনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুর ঢাকা ফেরত দুই জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত দুইজন উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাসিন্দা। একজন গোবিন্দাসী গ্রামের ফয়েজ উদ্দদিনের ছেলে শাহ আলম (৪০), অন্যজন চিতুলিয়াপাড়া গ্রামের শামছুল হকের ছেলে আলাউদ্দিন (৩৫)। 

আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহীউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে ভূঞাপুরে মোট ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ইতিমধ্যে ৮ জন সুুুুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহীউদ্দিন বলেন, ওই দুইজন বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। তাদের সংস্পর্শে আসা লোকদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ৩১শে মে তাদের দুজনের নমুনা সংগ্রহকরে পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার তাদের নমুনা করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগে ১ জুন অসুস্থ শাহআলম ঢাকা থেকে বাড়িতে এসে জ্বর, ঠান্ডা ও গলা ব্যাথার জন্য গোবিন্দাসী স্কুল রোড়ের ফাতেমা মেডিকেল হলের স্বত্তাধীকারি মো.সুলতানের কাছ থেকে চিকিৎসা নেন।

উপজেলা নির্বার্হী অফিসার মোছা. নাসরিন পারভিন বলেন, আক্রান্ত রোগীর বাড়িগুলো লকডাউনের আওতায় আনা হয়েছে। ওই বাড়ির লোকজন ১৪ দিন হোমকোরেন্টাইনে থাকবেন। এবং বাইরে থেকে কোন লোকজন ওই বাড়িতে প্রবেশ করতে পারবেনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads