• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
করোনা সংক্রমণ বেড়েই চলেছে কুমিল্লা শহরে, স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান

ফাইল ছবি

সারা দেশ

করোনা সংক্রমণ বেড়েই চলেছে কুমিল্লা শহরে, স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

কুমিল্লা শহবে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। গতকাল শুক্রবারও কুমিল্লা শহর এলাকায় ২২ জন কোরনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার শহরে আক্রান্ত হয়েছিলেন ১৭ জন এবং করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন। দিন দিন শহর এলাকায় এ সংক্রমণ বেড়েই চলছে। যা ছাপিয়ে গেছে করোনার হটস্পট খ্যাত জেলার দুই উপজেলা দেবীদ্বার ও মুরাদনগরকেও। কুমিল্লা সিটি করর্পোরেশন এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৮। এর মধ্যে গতকাল শুক্রবার ২২ জন, বৃহস্পতিবার ১৭ জন, বুধবার ৪৮ জন, মঙ্গলবার ১৪ জন, সোমবার ৩৬ জন, ৩০ ও ২৯ মে ৭ জন করে শনাক্ত হন।

এদিকে কুমিল্লা শহরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। তিনি বলেন, কুমিল্লায় করোনা সংক্রমণ বাড়ছেই। সতর্ক না হলে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে।

এ দিকে কুমিল্লা শহরে কোভিড-১৯ রোগী বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন, শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বাস টার্মিনাল ও রেলস্টেশন, হাটবাজার ও জনাকীর্ণ এলাকা খোলা থাকার কারণে ৩১ মে থেকে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। বিপনিবিতান ও শপিং মলগুলোয় নারীদের উপচে পড়া ভিড়। এই কারণে রোগীর সংখ্যা বাড়ছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, কুমিল্লা শহরের প্রধান অপ্রধান সব সড়কে জনস্রোতের দেখা যাচ্ছে। মানুষ গা ঘেঁষাঘেঁষি করে হাঁটছে, বসছে। সামাজিক দূরত্ব মানছে না। ফলে কমিউনিটিতে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষকে ঘরে থাকতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads