• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
সেনবাগে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৬

ফাইল ছবি

সারা দেশ

সেনবাগে নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৬

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

নোয়াখালীর সেনবাগে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সেনবাগ পৌরসভায় ৩ জন, কাবিলপুর ইউনিয়নে ১ জন, কেশারপাড় ইউনিয়নে ২ জন, অজুনতলা ইউনিয়নে ১ জন, বীজবাগ ইউনিয়নে ১ জন, ডমুরুয়া ইউনিয়নে ১ জন ও মোহাম্মদপুর ইউনিয়নে ১ জন।

আজ শনিবার সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ জুন করোনা উপসর্গ জ্বর, শর্দি,কাশি ও গলা ব্যাথা ওই ১০ জন করোন পরীক্ষার জন্য সেনবাগ হাসপাতালে নমুনা সরবরাহ করে। এরপর তারা সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রেরণ করেন।  এরপর নমুনাগুলো পরীক্ষার পর শনিবার ওই ১০ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। 

সেনবাগে মোট ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। আর করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads