• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় গাজীপুর ফেরত এক পোশাক শ্রমিকের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

কলমাকান্দায় গাজীপুর ফেরত এক পোশাক শ্রমিকের করোনা শনাক্ত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় শনিবার নতুন করে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন আক্রান্ত রোগী উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের যুবক গার্মেন্টস শ্রমিক ।

আক্রান্ত যুবকের পারিবারিক  সুত্রে জানা গেছে , আক্রান্ত ওই যুবক গার্মেন্টস শ্রমিক। সে গাজীপুর জেলার মাওনা এলাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতো। ওইখানে দু'দিন জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়ে সে গত ১লা জুন বাড়িতে চলে আসে। তারপর করোনা কোভিড-১৯ সন্দেহে নিজ উদ্যোগে পাশ্ববর্তী উপজেলার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর নমুনা দেন। আজ শনিবার (০৬ জুন) ওই যুবক গার্মেন্টস শ্রমিকের করোনা পজেটিভ এসেছে  ।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ  আল মামুন জানান,  উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের যুবক গার্মেন্টস শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ঈদের পর থেকে আজ শনিবার পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে ৭২ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ  মেডিকেল কলেজ  হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৩২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই যুবক গার্মেন্টস শ্রমিকের করোনা পজেটিভ রিপোর্ট আসার পর পরই আক্রান্ত পরিবারের বাসস্থানকে লকডাউন করে দিয়েছি। আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থা দেখে প্রয়োজনে আইসোলেশনে পাঠানো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads